মাদারীপুরের কালকিনিতে পিতার সঙ্গে প্রতারনার দায়ে আবদুল ছত্তার (৪৮) নামের এক পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার গোপালপুর এলাকার ধজী গ্রামের আজাহার মাতুব্বরের ছেলে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে ওই পুত্রকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, আবদুল ছত্তার গত ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতারণার আশ্রয় নিয়ে অন্য এক ব্যক্তিকে ভুয়া পিতা সাজিয়ে ১ একর ৫৫ শতাংশ জমি তার নিজ নামে দলিল কার্যক্রম সম্পন্ন করেন। এ বিষয়টি এলাকায় ফাঁস হয়ে গেলে পুত্র ছত্তারের বিরুদ্ধে তার পিতা মো. আজাহার মাতুব্বর বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. হারুন অর রশিদ তাকে গ্রেফতার করেন।
পিতা আজাহার মাতুব্বর বলেন, আমার ছেলে আমাকে না জানিয়ে অন্যকে পিতা সাজিয়ে জমি দলিল করে। পরে আমি বিষয়টি জানতে পেরে কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করি। আমি আমার জমি ফেরত চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ছত্তারের বিরুদ্ধে তার পিতা আজাহার মাতুব্বর কোর্টে মামলা দায়ের করেলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৮/মাহবুব