দিনাজপুরের বীরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগড়োমা গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. আব্দুর রহমান (৩৫), একই গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে মো. মোকছেদুল (৩০), পশ্চিম ভোগডোমা গুচ্ছ গ্রামের মো. ইমান আলীর ছেলে মো. আনফর আলী (৩৫), নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যণী কোনপাড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে রিপন ইসলাম (২২), একই গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ রানাসহ (২২) ৫ জনকে আটক করে।
পৃথক অভিযানে বুধবার সুজালপুর ইউনিয়নের চেঙ্গাইক্ষেত্র গ্রামের মৃত মাওলানা আইনুল হকের ছেলে আরিফিন দেওয়ান (৩৫), একই এলাকার মানকিরা গ্রামের দেবেন চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (২৮), রণগাঁও গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে হৃদয় চন্দ্র (৩২) এবং একই গ্রামের মৃত পুরেন চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণকান্ত রায়কে (৪২) আটক করে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মো. মামুনুর রশিদ মামুন জানান, প্রকাশ্যে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগড়োমা গ্রামের আত্রাই নদীর ধারে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জামাদিসহ ৫ জনকে এবং পৃথক অভিযানে বুধবার সকালে সুজালপুর ইউনিয়নের রণগাঁও গ্রামের বাঁশ ঝাড়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জনকে আটক করা হয়।
বীরগঞ্জ থানার ওসি মোছা. সাকিলা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। বুধবার দুপুরে আটকদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/এনায়েত করিম