ঝিনাইদহে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডিত লাল্টু লস্কর আড়পাড়া গ্রামের মৃত তাইজউদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম আযম এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর ২৫ বোতল ফেনসিডিলসহ লাল্টু লস্করকে আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন