মুজিবনগরে রশিকপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভৈরব নদের ওপর দেয়া অবৈধ্য বাঁধ অপসারণ করেছে। আজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন।
তিনি জানান, ভৈরব নদীতে এলাকার কিছু অসাধু ব্যক্তি রশিকপুর সুইচ গেটে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে তারা দির্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সেটা আমি জানতে পারলে নিজে উপস্থিত থেকে মৎস্য সংরক্ষণ আইনে সকল বাঁধ উচ্ছেদ করা হয় এবং বাঁধে থাকা ২০০ মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/হিমেল