দিনাজপুরের চিরিরবন্দরে রেললাইনের ধার হতে এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আজ চিরিরবন্দরের আউলিয়াপুকুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের ঘটনাটি ঘটেছে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সকালে দিনাজপুর থেকে পাবর্তীপুরগামী দোলনচাঁপা ট্রেনটি ওইস্থানে আসলে চালক রেললাইনের ওপরে একটি মরদেহ দেখতে পেয়ে ট্রেনটি থামালে ট্রেনের দায়িত্বরত পুলিশ সদস্যরা লাশটি রেললাইন থেকে সরিয়ে দেন। এতে ওইপথে স্বল্প সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জিআরপি থানার এস আই মো. মোকলেছুর রহমান জানান, মৃত ব্যক্তির গায়ের রঙ ফর্সা, মাথার চুল ও দাঁড়ি আধাপাকা, পড়নে নীল রঙয়ের ওপর সাদা চেকের শার্ট ও প্রিন্টের লুঙ্গি ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার