বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ আবু মুসা নামের এক যুবককে গ্রেফতার করেছে। আজ বুধবার দুপুরে জেলার কাহালু থানাধীন গিরাইল গ্রামস্থ সুইচ গেট এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করে। সে কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সজাগ রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এরমাঝে গোপন সংবাদ পেয়ে কাহালু উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। বগুড়া জেলার সদর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার