মাদারীপুর শহরের উকিলপাড়ার শহীদ সূর্য সড়ক এলাকার কামাল সরদারের ফ্লাট থেকে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতন করে ওই কিশোরীকে হত্যার অভিযোগ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ২টার দিকে এলাকার কামাল সরদারের ফ্লাটে। ঘটনার পর থেকে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। নিহতের বিচার দাবী করেছে স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের উকিলপাড়ার শহীদ সূর্য সড়ক এলাকার কামাল সরদারের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন শান্তা আক্তার নামে এক কিশোরী। বুধবার দুপুরে কামাল সরদারের বাসার চতুর্থ তলার একটি শয়ন কক্ষে শান্তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
একাধিক স্থানীয় জানান, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিলো। ওই ফ্লাটে প্রায় কান্নাকাটির শব্দ পাওয়া যেত বলেও দাবী স্থানীয়দের।
স্থানীয়দের দাবী, কাজের মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এটা আত্মহত্যা বলে বাড়ির মালিক চালিয়ে দেয়ার চেষ্টা করছে। আমার এর সঠিক তদন্ত করে বিচার দাবী করছি। কাজের মেয়ে পূর্নাঙ্গ পরিচয় জানাতের পারেনি বাড়ির মালিক কামাল সরদার।
বাড়ির মালিক কামাল সরদার দাবী করেন, ‘ওই মেয়ের সাথে তার মায়ের দ্বিতীয় বিয়ে পরে সন্তানধারন নিয়ে মনমালিন্য চলছিল। এই কারনেই শান্তা আত্মহত্যা করতে পারে।’
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করে আপরাধীকে আইনের আওতায় আনব।’
বিডি প্রতিদিন/এ মজুমদার