নোয়াখালী পৌরসভা আল-আমিন মীর্জার বাসার পুকুরে ভাসমান অবস্থায় ঝর্না আক্তার (১২) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ হরিনারায়নপুর আল আমিন মীর্জার বাসার পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ঝর্না আক্তার ময়মনসিংহ জেলা সদর উপজেলার চরজ্যামরামপুর এলাকার জামসেদ আলীর মেয়ে।
গৃহকর্মীর হত্যা না আত্মহত্যা! এ নিয়ে চলছে নানা গুনজন। স্থানীয়রা ধারণা করছেন, ওই গৃহকর্মীর মৃত্যুর পূর্বে তাকে শারীরিক নির্যাতন করা হতে পারে। সুষ্ঠ বিচারের স্বার্থে গৃহকর্মীর লাশের সঠিক ময়না তদন্ত দাবি করেন স্থানীয়রা।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, আনোয়ার মির্জার বাসার পুকুরে ভাসমান অবস্থায় ঝর্নার লাশ পড়ে থাকতে দেখে বাসার লোকজন। পরে বাসার মালিক আনোয়ার মির্জা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে আল-আমিন মীর্জার বাসার পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি সুধারাম থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শায়েদ উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার