কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে সোহাদ মিয়া নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। সোহাদ তারাকান্দি গ্রামের আলম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাদ বাড়ির সামনে খেলা করার সময় সবার অজান্তে পাশের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন পুকুরে তার লাশ ভেসে ওঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার