বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃত ৩ মাদক বিক্রেতাকে আজ বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বরিশাল কারাগারে গ্রেরণের নির্দেশ দেন।
এর গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হল- উপজেলার কসবা গ্রামের কাওছার ফকির, উত্তর বিজয়পুর গ্রামের জলিল সরদার ও হরিসোনা গ্রামের মাসুম হাওলাদার।
পুলিশ জানায়, উপজেলার শরিকল গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ২৪০পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা কাওছার ফকিরকে আটক করেছে র্যাব।
এদিকে, গত মঙ্গলবার রাতে উত্তর বিজয়পুর গ্রাম থেকে ১১পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা জলিল সরদার (৫০) এবং কাছেমাবাদ গ্রাম থেকে ৫২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার