বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার অভিযোগে ফরহাদ সরদার (২১) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। আটককৃত ফরহাদ ওই উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের গফুর সরদারের ছেলে।
এ ঘটনায় নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা উপজেলার শংকরপাশা গ্রামের শাহ্জাহান খলিফা বাদী হয়ে অভিযুক্ত বখাটে ফরহাদ সরদারকে আসামি করে গত মঙ্গলবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, উপজেলার শংকরপাশা গ্রামের ওই সপ্তম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পখে প্রায়ই প্রেম নিবেদনসহ নানা ভাবে উত্যক্ত করে আসছিলো বখাটে ফরহাদ সরদার। ওই ছাত্রী নিজ বাড়ির পুকুরে গত মঙ্গলবার দুপুরে গোসল করে জামাকাপড় বদলানোর সময় বখাটে ফরহাদ ওই ছাত্রীর স্পর্শকাতর স্থনে হাত দেয়।
এ সময় ছাত্রী ডাকচিৎকার দিলে বখাটে ফরহাদ পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা শাহ্জাহান খলিফা বাদি হয়ে বখাটে ফরহাদ সরদারকে আসামি করে ওই রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক পিঙ্গলাকাঠি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে ফরহাদ সরদারকে আটক করে। জবানবন্দি দেয়ার জন্য নির্যাতিতা স্কুলছাত্রীকে বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, গ্রেফতারকৃত ফরহাদ সরদারকে বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে বরিশাল কারাগারে গ্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার