নীলফামারীতে প্রায় চার ঘন্টাব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জেলা সদরের উত্তরা ইপিজেড সংলগ্ন সংগলশী গ্রামে এবং দারোয়ানী বাজার সংলগ্ন পশ্চিম কুচিয়া মোড় এলাকায় অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এ সময় সংগলশী ইউনিনের পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।একই সাথে ওই সব এলাকার মাদক বিক্রয় ও সেবনের আস্থানা গুড়িয়ে দেওয়া হয়।
আটককৃতরা হলেন সংগলশী ইউনিয়নের বড় সংগলশী গ্রামের মাদক ব্যবসায়ী আতিকুল ওরফে পাটাউ, চড়াইখোলা ইউনিয়নের সাহাপাড়ার মাদক ব্যবসায়ী মো. রায়হান, একই ইউনিয়নের পাঠানপাড়ার মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম, সাগর ইসলাম ও আবু সায়েদ।
আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একাধিক মাদক চোরাকারবারির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন অভিযানের নেতৃত্বে অভিযানে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আলতাফ হোসেন ও নীলফামারী সদর থানার পরির্দশক (কর্মকর্তা ) বাবুল আকতার ও ডিবি পুলিশের পরিদর্শক আফজাল হোসেন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার