টাঙ্গাইলের মধুপুরে ৫ম শ্রেণির ছাত্রী লিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিন জনের মধ্যে দুইজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, যে দুজনের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন মধুপুরের গাছাবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে রানা (২৫) ও শামছুল হকের ছেলে আমজাদ হোসেন (২৭)। গ্রেফতারকৃত অপর আসামি একই গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে রাসেলের (১৬) বয়স কম হওয়ায় তার রিমান্ড আবেদনের শুনানি বিচারিক হাকিম আদালতে হয়নি। পরবর্তীতে শিশু আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হবে।
গত রবিবার এই তিনজনে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশ সোমবার তাদের আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ড আবেদন করে। বুধবার শুনানি শেষে মধুপুরের আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিচারক রুপম কুমার দাস দুই জনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর একটার দিকে গাছাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিজা (১১) বিলে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেলে হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। রাত ১০টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার মরদেহ খুঁজে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লিজার গলায় চেপে ধরার চিহ্ন এবং যৌনাঙ্গ রক্তাক্ত ছিলো। পুলিশের ধারনা ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। লিজা গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ঘটনার পরদিন শনিবার নিহত লিজার বাবা মিজানুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার