বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী সংসদ নির্বাচন বিএনপি’র অস্তীত্ব ও জীবন মরণের লড়াই। বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ঝাপিয়ে পড়তে হবে। খুলনা সিটি নির্বাচনের মতো আর কোন নির্বাচন হলে দেশের মানুষ ঘরে বসে থাকবেনা বলেও মন্তব্য করেন এ্যানি।
বুধবার জেলা বিএনপি’র একাংশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।
এ্যানির শহরের বাসভবন প্রাঙ্গণে এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, খালেদা জিয়ার উপদেষ্ঠা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।
এদিকে জেলা বিএনপি’র অপরাংশের উদ্যোগে পৃথকভাবে শহরের উত্তর তেমুহনীতে একই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাহাবুদ্দিন সাবু, সিনিয়র সহ-সভাপতি ছাইদুর রহমান ছুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন