কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে তা বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটে দায়িত্বরত টার্মিনাল ইনচার্জ মো. জাহিদ জানান, সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাস থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ পদ্মায় থাকা নৌযানগুলো পদ্মার চরে নিরাপদে নোঙর করে রেখেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম