মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ইসলাম আলী (৪৫) নিহত হয়েছেন। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি/পাইপগান, ৫ রাউন্ড গুলি এবং ৫টি ছোরা ও রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরির ১৪টিরও বেশি মামলা রয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত এসপি আবু ইউছুফ এ তথ্য নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম