মাদক মামলায় গ্রেফতার হওয়া বাবুল বিশ্বাস নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার রাতে সুনামগঞ্জ কারাগারে মৃত্যু হয় তার।
বাবুল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।
জানা যায়, ওইদিন রাতে বাবুল বিশ্বাসের বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। পরে আজ বৃহস্পতিবার দুপুরে কারা কর্তৃপক্ষ বিষয়টি জানান।
কারা সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ মে) মাদক মামলায় বাবুলকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে বিষয়টি পুলিশের নজরে আসে। দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেল সুপার আবুল কালাম আজাদ জানান, বাবুলের মৃত্যুর কারণ এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম