মেহেরপুরের গাংনীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন কাজিপুর হাজীপাড়ার মামুন (৩০) ও চেংগাড়া গ্রামের আতিয়ার রহমান (৪৪)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা জানান, কাজিপুর হাজী পাড়ায় ফেনসিডিল বেচা-কেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা