স্কুল ছাত্র আঃ হালিম(১৮) হত্যার ঘটনায় দিনাজপুরের নবাবগঞ্জে মা-বাবা-মেয়েসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আমিরুল ইসলাম, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে আসমা আকতার সুন্দরী ও দামাইল গ্রামের সোম মুরমুর ছেলে বিপ্লব মুরমু।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান জানান, প্রেমঘটিত কারণে আঃ হালিম হত্যার শিকার হতে পারে সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ মে তাদের আদালতে সোপর্দ করে ২ দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মে সকালে নবাবগঞ্জ উপজেলার দামাইল গ্রামের সোলায়মান আলী কবিরাজের ছেলে আঃ হালিমের লাশ বাড়ী থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কাজীপাড়া হাই স্কুলের পাশে একটি ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ। আঃ হালিম (১৮) কুশদহ ইউনিয়নের কাজীপাড়া হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় হালিমের পিতা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা