ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলা পোড়াহাটি গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল আজিজ(৩৫) ও কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের হোসেন আলীর ছেলে কবির হোসেন(৪২)।
পুলিশ জানায়,বুধবার রাত ১২টার দিকে ঝিনাইদহ শহরের মুন্সি মার্কেটের আব্দুল আজিজ বস্ত্র বিতানের মালিক আব্দুল আজিজ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে পোড়াহাটি গ্রামের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ধোপাঘাটা ব্রীজের নিকট পৌচ্ছালে ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি পি-আপ তাকে মুখোমুখি ধাক্কা দিয়ে ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ী নিহত হন। অন্যদিকে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কবির পাওয়ার টিলার নিয়ে মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় কবিরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার