ফেনীতে মাদকাসক্তের লাথিতে তুসি বুড়ি (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় শহরের উত্তর সহদেবপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মাদকাসক্ত মিনার হোসেনের ২৬) কাছে ওই বুড়ি ভিক্ষা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই বুড়ির মৃত্যু হয়। পরে স্থানীয়রা মিনারকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, মিনার এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার