বরিশালের হিজলা উপজেলার একাংশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার হরিণাথপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। এছাড়া ঝড়ে ধ্বসে পড়েছে অন্তত ২০টি বসতঘর। এদিকে একই সময়ে ঝড় বজ্র-বৃষ্টিতে বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
হিজলার হরিণাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রায়হান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আকস্মিক ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। সকাল ১০টার দিকে শুরু হয় প্রবল বাতাস ও বৃস্টি। এসময় ইউনিয়ন সংলগ্ন মেঘনায় ৩টি নৌকা ডুবে যায়। দুধ বহনকারী একটি ট্রলার ডুবে স্থাানীয় মিজান ফকিরের মেয়ে জান্নাত (১২) ও আল আমিনের স্ত্রী মাহিনুর (২৬) নিখোঁজ হয়। দুপুর ১টার দিকে জান্নাতের লাশ পাওয়া গেলেও মাহিনুর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
ইউপি সদস্য রায়হান আরও জানান, প্রবল ঝড়ো বাতাসে হরিণাথপুর এলাকায় কমপে ২০টি বসতঘর ধ্বসে পড়েছে।
এদিকে সকাল ১০টার দিকে ঝড় বৃস্টি চলাকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ হনুফা বেগম (২৫) নিহত হয়েছে। হনুফা ওই এলাকার মো. ফিরোজ মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপরদিকে বরিশালের কালিজিরা নদীতে গতকাল দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে এক শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। এ সময় আহত আরও ২ জনকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন। তবে নিখোঁজ ও আহতদের নাম জানাতে পারেননি তিনি।
কাউন্সিলর ফরিদ জানান, ওই শ্রমিকরা কালিজিরা নদীর ঘাটে ট্রলারে মালামাল লোড-আনলোডের কাজ করছিল। এ সময় বজ্রপাতে একজন নদীতে পড়ে নিখোঁজ হয় এবং আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার