টাঙ্গাইলে আজ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) নয়জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
শহরের কান্দাপাড়া ও কচুয়াডাঙ্গা থেকে এই মাদকসেবীদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম নুজহাত তাসনিম আওন ও মো. আব্দুল করিম বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার ধোপাজানি গ্রামের তায়েকুর রহমানকে (২৭) ছয় মাস, বাসাইলের আইসড়া গ্রামের মোঃ রফিক (৫০), কালিহাতীর পালিমা গ্রামের আব্দুর রশিদকে (৩০), সদর উপজেলার আলিসাকান্দা গ্রামের মহিউদ্দিন (৩০) ও কচুয়াডাঙ্গা গ্রামের মোঃ রনিকে (২৮) এক মাস করে, সদর উপজেলার তারুটিয়া ভাতকুড়া গ্রামের মো. সোলায়মান (৫০) ও আদালত পাড়া এলাকার জীবন বিশ্বাসকে (৩৮) দুই মাস করে, সদর উপজেলার কাগমারার দীপককে (২৭) ১৫ দিন এবং ঘারিন্দা গ্রামের রুবেল মিয়াকে (২৮) সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার