টাঙ্গাইলের সখীপুরে সড়কের প্রশস্থ ও সংস্কারের কাজে নিম্নমানের ইট, বালি ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার পাথারপুর চৌরাস্তার সড়কে এলজিইডির তত্বাবধায়নে এক কোটি আট লক্ষ টাকা ব্যায়ে এ কাজ চলছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সংস্কার কাজ বন্ধ করলেও ফের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাথারপুর চৌরাস্তার পূর্ব দিকে ১০০ মিটার, পশ্চিম দিকে ৫০ মিটার, উত্তর দিকে ৪০ মিটার, দক্ষিণ দিকে ৬০ মিটার ও চৌরাস্তা থেকে ইব্রাহীম খা’র বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্থকরণের কাজ চলছে। নিম্নমানের ইট, বালি, খোয়া ও নাম মাত্র ইট ব্যবহার করে চলছে এ সড়ক সংস্কার কাজ। এক কোটি আট লক্ষ টাকা ব্যয়ে এ কাজের দায়িত্ব পেয়েছেন মেসার্স মোহনা নির্মাণ সংস্থা নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গত রবিবার কাজটি বন্ধ করলে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজটি পরিদর্শন করার পর থেকে ফের কাজ শুরু হয়েছে।
স্থানীয় জনগণ, দোকানদার ও গাড়ির চালকরা বলেন, এ নিম্নমানের কাজটি বন্ধ করলেও প্রশাসনের টনক নড়াতে পারিনাই। ঠিকাদারের ইচ্ছামতো কাজ চলছে।
প্রকৌশলী মো. ফাহাদ কদ্দুস বলেন, আসলে বৃষ্টির কারণে ভালোমানের ইট পাওয়া যায়না। তবে যেটুকু কাজ হচ্ছে ৯৯ ভাগ ভালো।
মেসার্স মোহনা নির্মাণ সংস্থার স্বত্তাধিকারী হারুন অর রশিদ বলেন, আসলে কাজ ভালো হচ্ছে কিন্তু এলাকার কয়েকজন লোক অযথা কাজটি বন্ধ করেছিলো।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল