'আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি এবং প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় হতে পরিবেশ দিবসের একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার দিনাজপুর’র উপপরিচালক মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জয়নাল আবেদিন, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, ভোক্তা সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, দিনাজপুর সেন্ট ফিলিপস্ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ সিএসসি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ।
এ সময় বন বিভাগের সদর কর্মকর্তা ছাড়াও বিভিন্ন এনজিও সমূহের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম