'আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করে'- এ স্লোগানে নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে নেত্রকোনা সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম। পরে জেলা প্রশাসক মো. মঈনউল ইসলামের সভাপতিত্বে সার্কিট হাউজ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুল হাসান জুয়েলসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে পরিবেশ রক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার