আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে 'ঈদ মেলা'। পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির পুরান হাসপাতাল মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।
বিকালে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ আজাদ, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল খান কাবুল, কোষাধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন বিপু, দপ্তর সস্পাদক বি.এম খালেক, ক্রিড়া সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক শাহআলম খান, নির্বাহী সম্পাদক মো. মহিউদ্দিন মিলন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা ।
উল্লেখ্য এ সময় ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ঈদুল ফিতরকে সামনে রেখে অস্থায়ী ১০টি নতুন স্টলের শুভ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল