নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তায় খড় শুকানোককে কেন্দ্র করে আজ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের গণিতাশ্রম গ্রামে সড়কে খড় শুকানো নিয়ে চাঁন মিয়া ও জাকিরের লোকজনের মধ্যে ঝগড়া বাধে। পরে এই ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চাঁন মিয়া (৬০), পালন মিয়া (২৫), জুলহাস (১৭), কামাল (৪০), জামাল উদ্দিন (৪২), গোলাপ মিয়া (৩০) সহ ১১ জনকে নেত্রকোনা ও ময়মনসিংহে পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১০-১১ জন আহত হয়েছেন। তবে এ নিয়ে কোন পক্ষই এখনো কোন লিখিত অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার