ভারতগামী যাত্রী মহিউদ্দিন (৩২) ভুঁইয়ার পায়ুপথ থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশী কেন্দ্র থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।
আটক মহিউদ্দিন কুমিল্লা জেলার তিতাস থানার বড়াইকান্দি গ্রামের শাহরিয়ার ভুঁইয়ার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক সাইফুর রহমান বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন যাত্রী সোনা নিয়ে পাচারের উদ্দেশ্য ভারত যাচ্ছে- এমন গোপন খবর পেয়ে চেকপোস্ট এলাকায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সাইফুর নামে এক যাত্রীকে আটক করে। পরে তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করে।
পরে তাকে নাভারনের একটি হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার পেটের মধ্যে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। এ সময় তাকে আবার বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এনে জুস ও পানি পান করালে তার পায়ুপথ দিয়ে ১২টি (এক কেজি ৩০০ গ্রাম) স্বর্ণের বের করে আনে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তিনি আরো বলেন, মহিউদ্দিন’র বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত সোনা বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল