ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর বাজারে বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারি থেকে বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের ভুয়া সনদ ও সদস্যপদ দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে। সোমবার রাতে তাদের আটক করে স্থানীয় থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ফাউন্ডেশনের সনদ, সদস্য পদের রশিদ বই, আদায়কৃত ১৯শ ৫০টাকা, ৩টি মোবাইল ফোন ও একটি পালসার (যশোর-ল-১১-৪১০৮) মোটর সাইকেল জব্দ করা হয়।
সনদে ফাউন্ডেশনের ঠিকানা লেখা রয়েছে ৭০জি/সিরাজ ম্যানশন, ৬ষ্ঠ তলা, পুরানা পল্টন লাইন, ভিআইপি রোড। চেয়ারম্যান হিসেবে লায়ন মো. নুরুল ইসলামের পরিচয় দেয়া হয়েছে।
আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলা কালিনগর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মো. ওহিদুজ্জামান (৩৫) ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মঙ্গলগাতী গ্রামের হাফিজার রহমানের ছেলে মেজবাউর রহমান (৩৭)।
এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় আরিফ বেকারীর মালিক আইয়ুব আলী বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেছে। মামলা নম্বর ৭। তাদের মঙ্গলবার সকালে আদালতে চালান দেয়া হয়।
থানা সূত্রে জানা যায়, ওই দুই প্রতারক ফরিদপুর জেলা শহর ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারের রেষ্টুরেন্ট ও বেকারী থেকে ভুয়া সনদ ও সদস্যপদের কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। ওই দুইজন মাঠ পরিদর্শক কর্মকর্তা।
বেকারী মালিক আইয়ুব আলী জানান, তারা বেকারিতে এসে বলে- আমাদের সদস্যপদ ও ফাউন্ডেশনের সনদ নিলে কোন মোবাইল কোর্ট অভিযান চালাতে পারবে না। বিষয়টি আমার সন্দেহ হলে মোবাইল ফোনের মাধ্যমে এসিল্যান্ড মুহাম্মদ ওয়াসিকুল ইসলামকে জানালে তিনি তাদের আটকের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. নুরুল ইসলাম জানান, আমার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা আছে। এ প্রতিষ্ঠানের সদস্যপদ দেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে অর্থ আদায়ের কোনো নির্দেশনা নাই। সারা দেশব্যাপী আমাদের কার্যক্রম চলছে। কে কোথায় কি করছে বিস্তারিত জানা সম্ভব নয়। যদি কেউ অন্যায়ভাবে টাকা আদায় করে তার ব্যাপারে কোনো ছাড় নেই।
বিডি প্রতিদিন/এনায়েত করিম