নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টু স্বাক্ষরিত ওই কমিটি অনুমোদন দেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মশিউর রহমান রনিকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে খাইরুল ইসলাম সজীবকে। এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সোহেল মিয়াকে। কমিটিতে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি আরিফুর রহমান মানিক, ৭জন যুগ্ম সম্পাদক হলেন ইসমাইল মামুন, মেহেদী হাসান, মঈনুল ইসলাম রবিন, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফি।
অপরদিকে মহানগর ছাত্রদলের সভাপতি করা হয়েছে শাহেদ আহমেদকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মমিনুর রহমান বাবুকে। এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মারুফুল ইসলাম পাপনকে। সিনিয়র সহ সভাপতি হিসেবে রাফিউদ্দিন রিয়াদ, ৬ জন সহ সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অন্তু, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন ইব্রাহীম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, হামিদুর রহমান সুমন। ৫ জন যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, লিংরাজ খান, রাকিবুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন ও ইব্রাহীম বাবু।
জানা যায়, ২০১৩ সালের ১৬ মার্চ মাসুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক ও আনোয়ার সাদাত সায়েম, মাহাবুব রহমান, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মশিউর রহমান রনি, মনজুর হোসেন, হারুন উর রশিদ মিঠুকে যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রদলের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সময়ে গঠন করা হয় মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটিও। সেখানে আহবায়ক করা হয় মনিরুল ইসলাম সজলকে, যুগ্ম আহবায়ক করা হয় দেলোয়ার হোসেন খোকন, রশিদুর রহমান রশু, আবুল কাউসার আশা, শাহেদ আহমেদ, শেখ মো. অপুকে।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল