ঢাকা জেলার ধামরাইয়ে গার্মেন্টেস শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন শেখ।
তিনি জানান, বাসটি ডাউটিয়া এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এসময় বাসের ভেতরে থাকা ৫০ শ্রমিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ও
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৮/মাহবুব