দর্শনার্থী সেজে কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে এক মাদকসেবী আটক হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা কারাগার চত্বরে এ ঘটনা ঘটে।পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবু বক্কও (৪৯)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে।
এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় ভেজাল বিরোধী এক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি চীজ ফ্যাক্টরী ও একটি আইসক্রীম ফ্যাক্টরী মালিককে চার হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্বে নিয়োজিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন, মাকসুদা আক্তার মাসু ও সাধনা ত্রিপুরা প্রমুখ। অভিযানকালে জেলা স্যানেটারী ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলামসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল