নাটোরের নলডাঙ্গার গৃহবধূ শরিফা আক্তার ছবির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ স্যাপার ল্যাড স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে নাটোর-বনপাড়া মহাসড়কের আহম্মদপুর বাজারে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। নিহত শরিফা আক্তার ছবি বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং নলডাঙ্গার পিপরুল শেখপাড়া গ্রামের আবুল হোসেনের প্রবাসী ছেলে মিল্টন হোসেনের স্ত্রী।
মানববন্ধনে বক্তব্য রাখেন জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহম্মদ, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা, এলাকাবাসী শাহ আলম, ইসাহাক আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ মে (শনিবার) সকালে বাড়ীর বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শরিফা আক্তার ছবির মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শরিফা আক্তার ছবি। তার সঙ্গে নলডাঙ্গার পিপরুল শেখপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মিল্টন হোসেনের বিয়ে হয়। বিয়ের পর মিল্টন সৌদি আরবের রিয়াদে যায়। এরপর থেকে প্রতিবছরই মিল্টন দেশে আসতো। গত কয়েক বছর দেশে না আসার কারণে দু’জনের মধ্যে প্রায়ই মোবাইলে ঝগড়া হত। এনিয়ে শরিফা আক্তার ছবিকে শ্বশুরবাড়ীর লোকজন তাকে মারধর করতো। ঘটনাটি ছবি বেশ কয়েকবার বাবার বাড়ির লোকজনকে জানায়। তারপর শ্বশুরবাড়ির লোকজন এসব কিছুর মীমাংসা করেন। শুক্রবার রাতে খাওয়া শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে ছবি শোবার ঘরে চলে যায়। এরপর শনিবার সকালে বাড়ির বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরিফা আক্তার ছবির ভাই শাহ আলম জানান, তিনি সকালে এলাকাবাসীর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে বোনের বাড়িতে আসেন। সেখানে পৌছে তিনি তার বোনের গলায় দড়ি প্যাঁচানো মৃতদেহ দেখতে পান।
নলডাঙ্গা থানার ওসি নুর হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের আত্মীয়-স্বজন ঘটনাটি হত্যা বলে দাবি করছেন। তবে হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর