ধামরাইয়ে ইয়াবাসহ লাল চাঁন বাদশা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ ভোরে শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রামনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, গোপন খবর পেয়ে ভোরে শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ জুন ২০১৮/হিমেল