বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাই এ দেশের নারীদের কর্মসংস্থানের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। কোন পরিবার থেকে এখন আর অন্যের বাড়িতে ঝি এর কাজে যেতে হয়না। প্রতিটি পরিবারে চাকুরি দিয়েছেন। বেকারদেরকে প্রশিক্ষন দিয়ে আয়ক্ষম করে তুলেছেন।
বুধবার বেলা ২টায় বাগেরহাটের মোরেলগঞ্জ মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সোহাগ আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের প্রতিটি জেলা উপজেলা শিল্পকারখানা গড়ে উঠবে। দেশে কেউ বেকার থাকবেনা। তাই আসছে জাতীয় নির্বাচনে সকলে আবারো নৌকা প্রতীকে ভোট দিবেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মহিলা আ. লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, জেলা আ. লীগ নেতা অ্যাড. সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহ্ফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ সভাপতি ওবাইদুল ইসলাম টিটু এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন