বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার নাগর নদ থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফজলে রাব্বী (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় লোকজন বিহার খাঁ পাড়ার কাছে নাগর নদে কচুরিপানার মধ্যে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়।পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফজলে রাব্বী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে শিবগঞ্জের উপজেলার বিহার হাট মাখজানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র ছিল।
ফজলে রাব্বীর চাচা হাবিবুল ইসলাম জানান, ফজলে রাব্বী দুই বছর ধরে এ মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো। গত ৪ জুন রাতে সেহেরী খাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে তার মৃতদেহ নাগর নদে পাওয়া যায়। দুই ভাইয়ের মধ্যে সে বড়।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার