ফরিদপুরে বাবার অভিযোগের প্রেক্ষিতে এক মাদকাসক্ত ছেলেকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের গোয়ালচামটস্থ মোল্যা বাড়ী সড়কে অভিযান চালিয়ে মো. রাসেল মন্ডল (২৭) নামের ওই যুবককে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত যুবককে পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে দুই বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, শহরের গোয়ালচামট এলাকার জনৈক ইদ্রিস মন্ডল লিখিত অভিযোগে জানান, তার ছেলে রাসেল মন্ডল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। নেশার টাকা যোগাড় করতে গিয়ে সে চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে। নেশার টাকা না দিলে সে তারা মা-বাবা, ভাই-বোনকে মারধর করে। গত সোমবার নেশার টাকা না পেয়ে রাসেল তার অসুস্থ্য মাকে ও বোনকে বেদম প্রহার করে। পরিবারের সদস্যরা সামাজিক ভাবে হেয় হয়ে আসছে। বাধ্য হয়েই রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবের কাছে আবেদন জানানো হয়। র্যাব সদস্যরা বুধবার রাসেলকে তার বাড়ী থেকে আটক করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ মল্লিক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামী রাসেল মন্ডলকে দুই বছরের বিনাশ্রম সাজা প্রদান করে জেল হাজতে পাঠান। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা সমূহ পুড়িয়ে ধংস করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান