রাজবাড়ীর পাংশায় সাত মামলার আসামি তোফাজ্জেল হোসেন তোফাকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৯ জুন) রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি খেয়াঘাট সেতুর ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তোফাজ্জেল পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামের ওসমান গনির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, তোফা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন। তোফার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল