বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের থেকে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সকালে তেলিগাতী গ্রামের দিনমজুর ফজলু শেখের (৪৫) লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থনীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। দুই সন্তানের পিতা ফজলু শুক্রবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিল।
থানার ওসি ঠাকুর দাস ঘটনাস্থল থেকে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তেলিগাতী গ্রামে রাস্তার পাশেই সোহরাব হোসেন দিহিদারের মৎস্য ঘের থেকে ফজলু শেখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, দিনমজুর ফজলু কিভাবে মারা গেল তা বোঝা যাচ্ছেনা। তবে তিনি নাকি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল