বাগেরহাটের মোরেলগঞ্জে চট্টগ্রাম থেকে ফিরে আসা বেপারি পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রওশনারা মহিলা কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোররাত ৪টার দিকে আহতদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে ইজিবাইক চালক উত্তর সরালিয়া গ্রামের শহিদুল ইসলাম (৩২) ও যাত্রী শরণখোলার আলামীন হাওলাদারকে (৩০) আজ শনিবার ভোর ৬টার দিকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ সম্পর্কে থানার ওসি ঠাকুর দাস বলেন, দুর্ঘটনাকবলিত বেপারি পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৩৬৭৪ নং বাস ও ইজিবাইকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পরিবহনের চালক রাজুসহ হেলপার কন্ডাকটর পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল