পাবনার দাপুনিয়া জোত আদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী (১৩)-কে অপহরণ ও ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট অপহরণকারী ও ধর্ষকদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেন। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারা জানান, ৩ জুন ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও নওদাপাড়া গ্রামের দিনমজুর সাগর প্রামানিকের মেয়ে প্রাইভেট পরে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের মোঃ বক্কার শেখের ছেলে মো: রাব্বি শেখের নেতৃত্বে ৩-৪ জন বখাটে সিএনজিতে সেই ছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে চাটমোহর উপজেলার অজ্ঞাত এক বাড়িতে নিয়ে যায়। এ
রপর রাব্বি শেখের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অবচেতন অবস্থায় ৬ দিন ধরে মানসিক ও শারিরীক নির্যাতন চালায়। এদিকে মেয়েকে না পেয়ে তার বাবা পাবনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ মেয়েকে উদ্ধারের চেষ্টা করতে থাকে।
পরে অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা গত ৯ জুন সদর উপজেলার মজিদপুরে সিএনজিতে করে ফেলে রেখে যায়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের নিকট পাঠিয়ে দেন। সেই দিনই পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করলেও সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীসহ পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করছে। এতে পরিবারটি চরম নিরাপত্তহীনতায় ভুগছে এবং বন্ধ হয়ে গেছে সেই ছাত্রীড় পড়ালেখা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দাপুনিয়া ইউপি সদস্য আমজাদ হোসেন, মহিলা সদস্য আমেনা খাতুন, শিক্ষক রজিম উদ্দিন, নুরমোহাম্মদসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর