ঠাকুরগাঁওয়ে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ১৬৩তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাব থেকে র্যালি বের করেন জাতীয় আদিবাসী পরিষদ ও স্থানীয় একটি উন্নয়ন সংস্থা।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ক্ষুদ্র নৃ গোষ্ঠি সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন বক্তারা।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার নেতা এ্যাড. ইমরান হোসেন ও শামীম হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল