টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। কোথাও কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীকে) আব্দুর রহিম আহমেদ, বিএনপি থেকে বহিষ্কৃত (ধানের শীষ প্রতীকে) মো. এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত (গামছা প্রতীকে) মো. রাহাত হাসান টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এ পৌরসভায় তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।
বাসাইল পৌরসভায় মোট ১৬ হাজার ৪০০ জন ভোটার। এর মধ্যে ৭ হাজার ৯২৫জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫জন।
উল্লেখ্য, এ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত মেয়র প্রার্থীর সমর্থনে বিএনপি গত মঙ্গলবার তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিএনপি প্রার্থী মো. এনামুল করিম মিঞা নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
নির্বাচনের আগের দিন ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারায় দলের সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
বিডি প্রতিদিন/এনায়েত করিম