ফুটবল ভক্তদের ভালোবাসার নিদর্শন বিশ্বজুড়ে প্রায়ই দেখা যায়। কাউকে আইকন মেনে তার মতো চুল রাখা, তার মতো ট্যাটু আঁকা ইত্যাদি বিশ্বজুড়ে অহরহ দেখা যাচ্ছে। সেই সঙ্গে দেখা যায় বিভিন্ন দলের প্রতি ভক্তদের ভালোবাসা।
বিশ্বকাপের ২১তম আসর উপলক্ষে নিজ নিজ দলের প্রতি ভালোবাসা দেখিয়ে বিশাল র্যালি বের করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তরা।
আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের বিশাল এ র্যালি দেখে এলাকাবাসী বিস্মিত হয়েছেন। তাদের মন্তব্য, তারা এর আগে কোনোদিন এত বড় র্যালি দেখেননি।
গত ১৭ জুন ব্রাজিল ফ্যান ক্লাব শরীয়তপুরের পক্ষ থেকে শহরে একটি বিশাল মোটরসাইকেল র্যালি বের করা হয়। এর পরের দিন (১৮ জুন) আর্জেন্টিনা ফ্যান ক্লাব শরীয়তপুরের উদ্যোগে বিশাল আরেকটি র্যালি বের করা হয়।
আর্জেন্টিনা ফ্যান ক্লাব শরীয়তপুরের আয়োজক মাহমুদুল হাসান পাবেল মুন্সী বলেন, আমরা আর্জেন্টিনার ফুটবল দলকে ভালোবাসি। আজ ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার খেলা। আশা করি, ফ্রান্সকে ৩-০ গোলে হারাবে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ-২০১৮ ফাইনালে খেলবে আর্জেন্টিনা। সেই সঙ্গে এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
শরীয়তপুর ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজক বিএম ইশ্রাফিল বলেন, আর্জেন্টিনা গত দুই ম্যাচে যেভাবে খেলেছে, খারাপ খেলেছে। আজ রাতে ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার খেলা। আগের দুই ম্যাচের মতো খেললে পরের রাউন্ডে যেতে কষ্ট হবে আর্জেন্টিনার।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/আরাফাত