মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দুইপক্ষের আন্দোলন চলছে। সম্প্রতি ঘোষিত কমিটিকে একপক্ষ ভুয়া দাবি করে বিক্ষোভ মিছিল করেছে। অপর পক্ষ এই কমিটিকে সঠিক দাবি করছে। এই কমিটি নিয়ে জেলা ছাত্রদলের দুই শীর্ষ নেতার বক্তব্যও দুই রকম।
মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা বলেন, কমিটি সঠিক। অনেক আগে এই কমিটি গঠন করা হয়েছিল। তা প্রকাশ করা হয়নি। সম্প্রতি এটা প্রকাশ করা হয়েছে। দু'একদিনের মধ্যেই প্রেসকনফারেন্স করে বিষয়টি সবাইকে জানানো হবে।
অপরদিকে মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ বলেন, আমাদের স্বাক্ষর জাল করে একটি মহল ভুয়া কমিটি ফেসবুকে প্রচার করেছে। আমাদের জেলা ছাত্রদলের প্যাডে জলছাপে বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে। ওই কমিটির যে প্যাডে ব্যবহার করা হয়েছে সেই প্যাডে জলছাপে খালেদাজিয়ার কোন ছবি নেই। কম্পিউটারে ওই প্যাড বানানো হয়েছে। আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই একটি মহল এই কমিটি প্রচার করছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের নির্দিষ্ট কোন তারিখও উল্লেখ করা হয়নি। এই কমিটিকে তিনি ভিত্তিহীন দাবি করেন।
মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলি জাহান বলেন, একটি মহল বিতর্ক সৃষ্টি করতেই এই কমিটি ঘোষণা করেছে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার কাছে এই কমিটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এখন যদি সভাপতি এই কমিটিকে সঠিক দাবি করে তাহলে তো বিতর্ক সৃষ্টি হবেই। তবে এর সুষ্ঠ সমাধান হওয়া উচিত।
এদিকে রবিবার দুপুরে এই কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলনেতা শাওন চৌধুরী, নীরব গোমস্তা, মনজিল শিহাব, মাহবুব আল হিরু, আব্দুল্লাহ আল ইসলাম, জনি মুন্সী, রমজান মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন