বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে দু'টি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়ার ডিবি ও পুলিশ হেডকোর্য়টারের ইন্টিলিজেন্স শাখার সদস্যরা শনিবার রাতে এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ দুপুরে দুই জেএমবির সদস্যকে আদালতে হাজির করে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে জেলা ডিবি পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন একটি পানি তোলার মেশিন ঘর থেকে জেএমবি’র সামরিক শাখার সদস্য চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রুবেল হোসেন (২৭) ও একই উপজেলার পারচোকা গ্রামের আইয়ুব আলীর পুত্র আব্দুল বারীকে (৩২) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। অভিযানের খবর পেয়ে সেখান থেকে আরো কয়েক জঙ্গি পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪ টিম্যাগজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামান জানান, এঘটনায় ডিবির এসআই ফিরোজ বাদী হয়ে রবিবার সকালে বগুড়ার আদমদীঘি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদেরকে আদারতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার