“মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য মেটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণলীগের নব-নির্বাচিত কমিটির উদ্যোগে ভোমরা বন্দর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
সাতক্ষীরা জেলা তরুণলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি শাহানুর শাহীনের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কাজী
জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তার সম্পাদক মনিরুল ইসলাম, এ্যাডভোকেট মোস্তাক আহম্মেদ, হাবিবুর রহমান, জাকির
হোসেন প্রমূখ।
পরে সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। র্যালিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন