পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বৃদ্ধ-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। গত এক সপ্তাহে অন্তত অর্ধশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ জন রোগী ভর্তি হয়েছে। আবার অনেকেই বর্হিবিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিট সঙ্কট দেখা দিয়েছে। বাধ্য হয়ে বারান্দার মেঝতে শুয়ে চিকিৎসা নিতে দেখা গেছে। আবার অনেক রোগী সিট না পেয়ে স্বজনরা কর্মরত নার্স ও আয়াদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এক সপ্তাহে ৫২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ বলে জানান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভিন। তীব্র গরমের কারণে মিজানুর (৩০), সোমের্ত (৪০), লালবরু (৫০), রেহান (৪৫),অলিউল্লাহ (২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া জুনায়েত (১৮মাস), জুনায়েত (৭), সালমান (৭), সুমাইয়া(৩) চিকিৎসা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্মময় হাওলাাদার জনান, এ সপ্তাহে ডায়রিয়ায় আাক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যারা এসেছে তাদের যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার