পটুয়াখালীর কলাপাড়ায় মাদকাসক্ত ছেলে হামলা চালিয়ে বৃদ্ধ পিতা সুলতান হাওলাদারকে রক্তাক্ত করেছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তাকে রড দিয়ে পিটিয়ে বাম পা ও ডান চোক মারাত্মক জখম করা হয়। আহত পিতা এ ঘটনায় মাদকাসক্ত ছেলে বেলালের বিরুদ্ধে আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া থানায় লিখিত আভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, শুক্রবার বেলা এগারোটার মাদকাসক্ত ছেলে বেলাল নেশাগ্রস্থ হয়ে বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় তিনি বাধা দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
কলাপাড়ার থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার